নীলকণ্ঠ নারী

পান করবার যে পাত্রটিই আমি বেছে নিই
সে পাত্রেই থাকে বিষ, নিকটেই ছিল
প্রিয় নাসপাতি-রস, বেদানা ও আঙুরের বাদামি পানীয়।

বরাবরই আমি রং দেখে ভুল করি
যে রঙে ঔজ্জল্য বেশি
যে রঙের মােহে আপাত আনত হই
দেখি কণ্ঠ পুড়ে নামে বিষ।

আমার ব্যর্থতা এই,
একশাে গােলাপ ঘেঁটে হাতে নিই হলুদ করবী।