নির্বাসন ১

মেঘ মেঘ অন্ধকারে বেঁচে আছি বাকিটা জীবন,
আমি আর ফিরব না প্রাণফাটা বেলাজ রােদুরে।

ধূসর আকাশ থেকে অবিরল বৃষ্টি হয়
তােক জলের প্রপাত বেয়ে বন্যা এসে দু’কূল ভাসাক,
তবু ভাল নির্বাসন। খানিকটা ঝিকমিক রােদ
আচমকা সুখ এনে পূর্ণ করে ঘরের চৌকাঠ,
গােপনে বিনাশ করে স্বপ্নে পােয়া সােনার বাসর,
ঘুণপােকা খুঁটে খায় শরীরের সুচারু বৈভব,
হৃদয়ের রক্ত খায়, খেয়ে যায় বাদামি মগজ।

সেই রােদে পুড়ে পুড়ে খাক হয় অনন্ত আগামী,
জীবন পুড়িয়ে দিয়ে আগুনের হলকা ওঠে নেচে।

আমার উঠোন জুড়ে মাটি আজ খরায় চৌচির,
জগৎ আঁধার করে নামে যদি তুমুল তুফান
তবু ভাল নির্বাসন, রােদহীন বিষণ্ণ সকাল।