নিঃসঙ্গতার দোষে

সকল সন্ন্যাস নিয়ে নির্বাসিত আমি বাহিরে অন্তরে।
বড় ভুলে বেড়ে ওঠা এই নখ, অসুস্থ আঙুল
অযত্নে ছড়ানাে চুল, অবিন্যস্ত বাহু
সুদূর নির্জনে আমি একা নির্বাসিত।
আমার একলা ঘরে বাতাসও ঢােকে না ভয়ে
দু’-একটা কুকুর চেঁচাত মাঝরাতে, হঠাৎ দুপুরে,
একদিন ওরাও আঙিনা ছেড়ে চলে গেল।

আপাদমস্তক তুমি এক ভণ্ড, প্রতারক
তােমার লাম্পট্য সব জানি
তবুও নিঃসঙ্গতার দোষে তােমার কাছেই যাই,
বারবার কলুষিত হই
ঘােলা জলে ডুবে ডুবে কলঙ্ক লেপন করি নিটোল শরীরে।
তােমার লাম্পট্য সর্বজনে জানে
তবুও নিঃসঙ্গতার দোষে আবার তােমারই দরজায় কড়া নাড়ি

লােকে একে ভুল করে ভালবাসা ভাবে।