অনাগত সুন্দর

মিছিলে বাড়ছে লােক, বিত্তহীনের মিছিল তাতানাে দুপুরে
তৃতীয় বিশ্বের মাঠে, খেতে ও খামারে ভিড়, কৃষকের ভিড়
কলে ও কারখানায়, পিচের রাস্তায় ভিড়, শ্রমিকের ভিড়
মিছিলে নেমেছে সব হাভাতে বেকার আর ব্রোথেলের মেয়ে
পথের ভিখারি আছে, অনাথ শিশুরা আছে রােগক্লিষ্ট দেহ
সহস্র উদ্বাস্তু আছে, ছিচকে সিঁদেল চোর, চৌকিদার আছে
মাঝি ও জেলেরা আছে, ঘাটের কুলিরা আছে, মুটে ও মজুর
তাদের চোখের তারা আগুনের মতাে জ্বলে, ক্ষুধার আগুনে
সকলে একত্র হয়ে সুতীব্র হুঙ্কার দিলে আচমকা তবে
পৃথিবীতে ভূমিকম্প এসে অকস্মাৎ সব ভাঙবে প্রাসাদ
গুটিকয় বিত্তবান ইঁদুরের মতাে ছুটে কোথায় লুকোবে
আয়েশে আরামে যারা গদিতে ঘুমায় গুনে অঢেল সম্পদ।

মিছিলে বাড়ছে লােক বিত্তহীনের মিছিল তাতানাে দুপুরে
তাদের শরীর জুড়ে ঘাম ও রক্তের ঘ্রাণ, প্রাণেতে বিশ্বাস
গুটিকয় অত্যাচারী তেলে ও ভুঁড়িতে ঠাসা বেঢপ শরীর
পালাবার পথ নেই মুখােমুখি করজোড়ে মাগবে জীবন
সকলে একত্র হয়ে অস্ত্র উঠালেই ভয়ে মরবে পলকে
গুটিকয় স্বার্থপর, সুবিধাভােগীর দল, মহাজন প্রভু।

বিত্তের বণ্টন হবে সুষম সুন্দর জুড়ে শান্তির ভুবন
শ্রেণীহীন সমতার পৃথিবী গড়বে তারা আসছে মিছিল
মিছিলে বাড়ছে লােক, বিত্তহীনের মিছিল, তাতানাে দুপুরে।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)