অনুতাপ, তাপ

জীবন বসে থাকে না, চলে যায়।
জীবন যদি জলচৌকিতে দু’মিনিট জিরােত
জীবন যদি ভরদুপুরে খানিক গা এলাত
তবে গত বর্ষায় যে কথাটি ভুল করে
তাকে না বলে ওকে বলেছিলাম
সে কথাটির দাঁড়ি কমা অব্দি তুলে এনে
তাকে বলতে পারতাম-
জীবন যদি কেবল না দৌড়ে
বকুলতলায় মাঠের মধ্যে বিকেলে খেলতে নামত
তবে অন্তত ফেরাতে পারতাম তাকে।

এখন আর ফেরাব কী
ওর হাত আমার কণ্ঠনালি এমন চেপে ধরেছে যে
তাকে ডাকতে চাইলে স্বর বুজে আসে।