পরানের গল্প ১

কবাট খােলাই ছিল
শিথানে বালিশ ছিল ভালবাসা লেখা
পৈথানে নকশি কাঁথা সাজানাে বিছানা
এঁটেল মাটিতে ছিল সজনের চারা
জাংলায় লতানাে ছিল কুমড়াের কুমারী শরীর
কবাট খােলাই ছিল
একবারও এল না গাে সাধের স্বজন।

কবাট খােলাই থাকে
আজীবন খােলা থাকে বুকের দুয়ার
বলে না তবুও কেউ কাছে এসে– এলাম এলাম
দাওয়ায় সিঁড়ি পেতে জিরােতে জিরােতে
শুধােবে কুশল আমি কেমন ছিলাম
তালপাতা হাওয়া দেব
গাছের কাঁঠাল দেব, ঝাল মিঠা পিঠা
দেব আরও আমকলা, চিড়ামুড়ি, ঘরে পাতা দই।

কবাট খােলাই থাকে
আসে না আমার কোনও পরম স্বজন।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)