প্রায়শ্চিত্ত

আমি যদি চতুর সুদর্শনা
তুমি দাদা আস্ত একটা চাঁদ।
চুরি করে দেখলে আকাশ- দেখি
জোছনায় হৃদয় কেমন নাচে।

তুমি যদি আস্ত একটা চাঁদ
আমি তার নিবিড় আলিঙ্গন,
আমি যদি নিবিড় আলিঙ্গন
তুমি এত অলস বাউণ্ডুলে
দিনে করাে তিনশাে পঁচিশ ব্রত।

আমি থাকি ধর্মে অন্যমন
লােকে তার উলটো অর্থ করে
লােকে যদি যা-ইচ্ছে-তাই বলে
বলাে তাতে হচ্ছে কি কার কিছু?
তুমি কেন বললে সবার মতাে
আমি এক চতুর সুদর্শনা?

তুমি তবে অন্য একটি লােক?
তবে তুমি যে কোনও পুরুষ দাদা
বড় ভাল স্বার্থপরতা জানাে?

যত তুমি দেখ না দু’চোখ মেলে
বসে আছে অমল ধবল সুখ
কোনও এক সুদর্শনার ঘাড়ে।
তবু তুমি আস্ত একটা চাঁদ
তুমি নও অন্য সবার মতাে।

আমি যদি অন্ধকারের মেয়ে
ধরাে আমি অন্ধকারের মেয়ে
তােমার কি আলাের অভাব দাদা?