প্রতিবন্ধ

প্রায়ই আমাকে হোঁচট খেতে হয়
না, কোনও পাথরে নয়, সাক্ষাৎ মানুষে হোঁচট।
হোঁচট খেলে পায়ের বুড়াে আঙুল ছড়ে যায়
মনের আঙুল ক’টি আমি জানি না-
সে আঙুলে বুড়াে কড়ে আছে কি না তা-ও আমার জানা নেই

কেবল জানি মানুষে হোঁচট খেলে
যাবতীয় ছড়ে-ফড়ে এমন এক বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটে
এমন এক বিতিকিচ্ছিরি যে
সামনে দুর্গম অরণ্য কিম্বা পাহাড় পড়লে আমি এত বিমূর্ষ হই না
যত হই মানুষ পড়লে।