সমুদ্র-যাপন

আঠারাে বছর ছিল আমারও বয়স
ঘুমের ভেতর সারারাত সমুদ্র ডাকত
আঠারাে বছরে এসে সকলেই ভেতরে বাইরে ছলাৎছলাৎ শােনে।

এখন শরীরে বড় ঢেউ-য়ের কামড়
এখন আঁশটে লাগে জলের লবণ
জীবনের বাঁধ তুলে জোয়ার ফেরাই।
আঠারাে বছর আর ফুরােতে ক’দিন!
বান ডাকে, বানভাসা মানুষেরা ডাকে,
ডাকে পাখি, ডাকে পথ, পথিকের ব্যাকুল দু’হাত
বুঝি না কখন পার হয় আমাদের অনূর্ধ্ব তিরিশ।

জীবনের জল জমে জমে এত দীর্ঘ হয়, এতটা অকূল
সমুদ্রকে তুলনায় মনে হয় বিকেলের হৃদ।