শিকড়ে বিপুল ক্ষুধা

আমিও মানুষ বটে
সামাজিক যাতাকলে পিষ্ট হওয়া নারী নামধারী শুধু
দ্বিপদী চিড়িয়া নই, আমিও মানুষ।

পাঁজরের ছাই দিয়ে চেপে রাখি বুকের আগুন
মহুয়া মাতাল হয়ে ইচ্ছে করে
রাত ভেঙে বাড়ি ফিরি,
মধ্যরাতে কড়া নেড়ে পড়শির রাঙা চোখে বিস্ময় ছিটিয়ে বলি-
রােদের পেখম মেলে আমিও আকাশ হব
বৃক্ষ হব,
মাটি ফুঁড়ে আমার শিকড় যাবে মাটির মজ্জায়।

আমিও মানুষ বটে
আমারও একলা রাতে বড় একা লাগে
জোস্নার জলে স্নান সেরে থােকা-থােকা কষ্ট পেরে আনি
ভালবাসা আমাকেও বিষম কাঁদায়।

খরদাহে পােড়া জীবনের আঁজলার জল হব আমি
বৃক্ষ হব,
মাটি ফুঁড়ে আমার শিকড় যাবে মাটির মজ্জায়।

শিকড়ে বিপুল ক্ষুধা
আমার পৃথিবীটা এত জল পােষে, এত মাটি
আমি তবু তৃষ্ণার্তই থেকে যাই অধিক জীবন।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)