সীমান্ত

আমি সামনে এগােব
পেছনে ডাকছে আমার তাবৎ স্বজন
শাড়ির আঁচল ধরে টানছে আমার সন্তান
দরােজা আগলে দাঁড়িয়েছে আমার স্বামী।
আমি যাব
সামনে কিছুই না, একটি নদী
আমি পার হব।
আমি সাঁতার জানি অথচ আমাকে
সাঁতরাতে দেবে না, আমাকে পেরােতে দেবে না।

নদীর ওপারে কিছুই না, ধু ধু মাঠ
আমি তবু শূন্যতাকে ছোঁব একবার
বাতাসের উলটোপথে দৌড়ে যাব, সাঁ সাঁ শব্দে
আমার নাচতে ইচ্ছে করে, আমি নাচব একদিন
নেচে ফিরে আসব।
শৈশবের মতাে করে গােল্লাছুট খেলিনি কতদিন
তুমুল হল্লা করে গােল্লাছুট খেলব একদিন
খেলে ফিরে আসব।

বহুকাল নির্জনতার কোলে মাথা রেখে কঁদিনি
সবটুকু তৃষ্ণা মিটিয়ে কাঁদব একদিন
কেঁদে ফিরে আসব।

সামনে কিছুই না, একটি নদী
আমি সাঁতার জানি।
আমি যাব না কেন? যাব।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)