সকাল

আবার আমি সকাল হব, রােদের সকাল
তুমি আমার চিবুক ছুঁয়ে ঘুম ভাঙাবে।

আজও আমি রোদ্দুর ছুঁয়ে সকল দেখি
কতটা সে পােড়ায় আবার
কতটুকুন ভালবাসায় সবুজ করে সবটা সকাল।
তবু যেন কোথায় কী সব ফাঁক থেকে যায়
কিছুটা তার ধরা-ছোঁয়ার বাইরে থাকে
কিছুটা সে আড়াল করে, ভেতরে বড় লুকিয়ে রাখে
ছুঁলে শুধু ছোঁওয়াই হয়
আঙুলে তার দাগ রয়ে যায়, আর কিছু নয়।

আলাের নিকট পতঙ্গকুল মরবে জেনেও
আনন্দে খুব নৃত্য করে।
রােদে আমার পালক পুড়ে শূন্যে ওড়ে
রােদে আমার শরীর ঝলসে ফোসকা পড়ে
পুড়ে আমি ছাই হয়ে যাই
আঁধার আমার অঙ্গ জুড়ে দীর্ঘদিবস হল্লা করে।

বুড়িছোঁয়া খেলায় আমি শৈশবে খুব হেরে যেতাম
হেরে যাব জেনেও আমি নতুন করে
নিত্যদিনই খেলতে যেতাম।
অদম্য এক মােহ নিয়ে আবার আমি সমস্ত দিন রােদকে ছোঁব
আমায় তুমি ভালবাসার গল্প বলে ঘুম পাড়াবে
আবার আমি সকাল হব, রােদের সকাল।