সােনার শিকল

যাকে আমার ইচ্ছে করে তাকেই দেব মন
পায়ে শিকল, হাতে শিকল, মনে শিকল নেই
শিকল যারা পরায় তারা শরীর শুধু চেনে
ক্ষুদ্র চেনা দিয়ে কি আর হৃদয় চেনে কেউ?

আর সকলে বন্দি থাকে, হৃদয় ঘােরে ফেরে
এ-ঘর থেকে ও-ঘর ঘােরে, উঠোন থেকে মাঠ
মাঠ পেরিয়ে বন বাদাড়ে আকাশ জুড়ে ওড়ে
শিকল যারা প্রায় তারা শরীর চেখে দেখে।

খোঁজে অন্য স্বপ্ন কি না রােমকূপের ফাঁকে
শােনে ভিন্ন সুখের স্মৃতি চিবুক বলে কি না
শিকল যারা পরায় তারা শরীর শুধু চেনে
হাত বাড়ালে হাতের কাছে শরীর দেব খুলে।

শরীর দেব শরীর খুলে জৈব খেলা হােক
সৌর থেকে জগৎ তুলে তাদের হাতে দেব
তবু আমার মন দেব না অমূল্য এ মন
যাকে আমার ইচ্ছে করে কেবল তাকে ছাড়া!