স্বপ্নের দালানকোঠা

শুয়ে থাকলে তােমাকে কেমন দেখা যায়
অথবা ঘুমােলে
তুমি স্বপ্ন দেখলে কেমন দেখা যায়
স্বপ্ন দেখে জেগে উঠলে
জেগে বাথরুমে গেলে, জগ থেকে এক গ্লাস
জল ঢেলে খেলে
গার্হস্থ্য জীবনে তােমাকে দেখিনি কখনও
তােমাকে শেভ করলে কেমন,
স্নান করলে কেমন, আবার গুন গুন গান ধরলে?
(সাধারণত স্নানের সময় তুমি
রবীন্দ্রসঙ্গীত না কি সিনেমার গান ধরতে বেশি ভালবাস!)
তােমাকে শার্ট খুললে কেমন দেখায়,
প্রশস্ত বুকে কেউ চুলের অরণ্য খুলে
একরাশ আদর ছোয়ালে কেমন দেখাবে,
গভীর রাত্তিরে হঠাৎ জেগে উঠলে
কেমন দেখাবে জেগে উঠে কোনাে রমণীর নদীর মতাে জলে, ঢেউয়ে
বন্য ভালবাসায় ডুবে গেলে।

একদিন খুব দেখতে ইচ্ছে করে
তােমার আঙুলের ছোঁয়া পেলে কেমন তিরতির কাঁপন লাগে
নারীর শরীরে

একবার বড় বেশি নারী হতে ইচ্ছে করে।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)