শুধু যাওয়া

ট্রেন চলে যায়, হুইসেল বাজাতে বাজাতে চলে যায়
আমাদের শহরের নীল ট্রেন।
ট্রেন যায়, আমাকে পেছনে রেখে ট্রেন চলে যায়-
ট্রেন যায় আমাকে একলা রেখে আমার ব্রহ্মপুত্রের দিকে।
কাশবন পেরােতে পেরােতে যায়, বাঁধানাে পুকুর ফেলে, মাঠ ফেলে, ঘুড়ির
আকাশ ফেলে

এত তাকে ইচ্ছে করে থামাই থামাই,
ট্রেনের তাে লােহার শরীর, সে থামবে কেন?
মানুষই যখন মানুষের জন্য আজকাল কোথাও থামে না।