স্পর্শ

কিছুটা ওপরে ওঠো, না হলে মানাবে কেন?
আমি যদি সারাদিন খােয়া ওঠা পথে হেঁটে হেঁটে বহুদূর
নিসর্গের অমসৃণ মই বেয়ে
কাঁটাঝােপে গা-গতর কেটে ছিঁড়ে
তােমাকে না ছোঁব
তবে আর ছোঁয়া কেন?

আমি তাে না চাইতেই ছুঁতে পারি
আমার যে কোনও ক্রীতদাস।
এত নীচে থাকে তারা, হাত কেন
পায়ের আঙুলেই চমৎকার ছোঁয়া যায় নধর শরীর।
তােমাকে অমন করে ছোঁব কেন?

নক্ষত্র ছোঁবার মতাে করে আকাশে তােমাকে ছােঁব,
সারারাত পূর্ণিমার জলে ভিজে ভিজে
তােমাকে স্পর্শের জন্য
পাড়ি দেব আমার জীবন।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)