তবু যাব

আমি যাব
আমাকে ডাকছে রাজপথের মিছিল।

শরীরের পথ বেয়ে ছুটবে নৃশংস জলপাইরঙের ট্রাক
খাকি বেইমানগুলাে টার্গেট প্রাক্টিস করে যাবে বুক বরাবর
বেয়নেটে হৃদপিণ্ড ফুঁড়ে ফুঁড়ে রক্তের ফোয়ারা ছুটবে ভীষণ-
তবু যাব
আমাকে ডাকছে প্রতিবাদের মিছিল।

ছিটানাে আগুন-জলে খসে যাবে তামাটে চামড়া
আমাদের কণ্ঠনালি কেটে ছুড়ে দেবে তারা নােংরা নর্দমায়
চোখ ও হাত পা বেঁধে ঠেলে দেয়া হবে অন্ধকূপে
লাশ গুম হবে, অগুনতি লাশ
বিনাশের হত্যাযজ্ঞ শেষে।

তবু যাব।
আমাকে ডাকছে ওই বিক্ষোভের শাণিত মিছিল।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)