উচ্ছন্ন

আমার বয়স যখন বিশ ছিল
ভাবতাম বাইশে গিয়ে হবে,
হবেই।
বয়স যখন বাইশ হল, ভাবলাম পঁচিশে গিয়ে
আর পঁচিশে এসে সাতাশের আশা।

এখন সাতাশে এসে দেখি হবে না
তিরিশে না, চৌতিরিশে না।
আবার সেই বিশে ফিরতে ইচ্ছে করে-
সেই বিশ থেকে কেবল আশায় আশায় না পুড়ে
নিরাশার জল ঘেঁটে ডুবসাঁতারে পার হব নিরানন্দ নদ।

নিজে যদি নিজেকে কিছু দিই তাে দিলাম।
কেউ আগ বাড়িয়ে দেবে ভাবলেই মরণ
বয়স বেড়ে সাতাত্তর হবে- ফাঁকা।
একবার বিশে ফিরতে পারলে
বিপরীত স্রোতে ভেসে ভেসে
একদিন কূলের কাছে ঠিকই ভিড়ত এই অপয়া শরীর।