আঁচ

রেখে-ঢেকে, ঢেকে রেখে ছাঁচ
আমাকে দিবি কি তুই জন্মের আঁচ?

বেঁধে-রেখে, রেখে-বেঁধে সুতো
যন্ত্রে আত্মা দিস অভয় অকুতো।

নেচে-ঢঙে, ঢঙে-নেচে যা-তা
পুতুলে চাবির পা ধিন-তা ধিন-তা।

রেখে-ঢেকে, ঢেকে-রেখে চাঁদ
কৃষ্ণপক্ষে যায় আকাশের ফাঁদ।

কেঁদে-হেসে, হেসে-কেঁদে ক্রোধ
ত্রিভঙ্গমুরারী ভাঙে রাধিকার বোধ।