আমার আতর শস্য-ঘ্রাণে

তোমার বাড়ির পাশেই দেকছি পৌরসভা
তুমি আতর দিয়ে আসতে বলো আমায়
বাবা আমার আঁতুড়ঘরে আতর দেবার
সাহস ছিল কিনা, না-পোনা সামর্থ্যবান
কোনটা বলি, আমি আমার বাবার ছেলে
তোমার কথায় আতর দিয়ে যাবো?

আমার গায়ে আমন-গন্ধ
পায়ে থাকগে কাদা, -আমি কোন হাঁদা যে
তোমার কথায় আতর মেখে যাবো?

আমার আতর শস্য-ঘ্রাণে, শস্য-বীজে রেখো
বাবার আতর আমিই এখন, ফুলু-ফলে
মাঠটি শুধু দেখো।

তোমার আতর পৌরসভা, নগরায়ণের রেখা
নবান্ন উৎসবে তুমি, হও যে বড় একা।