আমার চোখ

প্রথমে পায়ের নখের নক্সী-কিউট
প্রীত-চিবুক ধরে করি সম্বোধন
সব স্থানেই তো লোমশ আবেগ
ওদের বিস্তার সর্বগ্রাসী পশুর ঔরস
এভাবে আমার চোখ মানবীর রূপকে হারায়।

প্রথমে ভোরের শিশির ছুঁয়ে
সূর্যাস্তের রশ্মি মেখে বুকে
সর্ব-প্রাকৃতিক ঐশ্বর্যের ডাক নামে
আমাকেও উজাড় করে যে দুর্যোগ
ওদের বিস্তার সর্বগ্রাসী প্রলয়ের তাড়া
এভাবে আমার চোখ প্রকৃতির সৌন্দর্য হারায়।

প্রথমে প্রাপ্ত-জীবিকার পরমায়ু দেখে
না আয়ুর নিষ্ক্রান্তি রটিয়ে স্বপ্ন
জাগতিক কবিতার ঘরে দেয় বাস্তবের খুঁটি
ওদের বিস্তার তাই জীবন-যুদ্ধের রূপাঘাত
এভাবে আমার চোখ কবিতার উৎকর্ষ হারায়।