ভালোবাসা আমার গরজ

ভালোবাসা শুধু আমার গরজ
যাকে বলে একপক্ষ চাই
তুমি বলো একপক্ষ সম্পর্ক
এতোদূর কি টানা যায়?

ভালোবাসা কি আমার খেয়ালী গরজ?
তুমি মৌন মোবাইল হাতে মিসকল
রাজধানী ছেড়ে গঞ্জের স্যাটেলাইট
নেটওয়ার্কে মিস হয় বাড়ি, মিস হও তুমি
আকাশ-ছাদে কিংবা বাগানে দাঁড়ালে যেই-ই
উন্মুখ পাই তোমার রিসিভ-কল।

তোমার বাগানে স্যাটেলাইট-গোলাপ
শ্বেত-সিলভার থালায় ফোটে কি তারা?
টাওয়ার সেটিং-এ বকুল গাছের গম্বুজ
সন্ধ্যামালতি তোমাকে শুনছে নির্বাক তাপহারী।

ভালোবাসা বুঝি কামতৃষ্ণার গরজ
হঠাৎ গর্জে মন-খারাপের আলো
অথৈ অথৈ বলে যাও তুমি ভাসা ভাসা ‘ভালোবাসা’
ডিঙি নিয়ে এবার এসেছে ভাঙা পালও।

ভালোবাসা কি আমারই মিলন গরজ?
অভিযোগহীন কেন যে দেড়টি বছর
লাপাত্তা ছিলো চারশত ষাট নেফারতিতির প্রহর
প্রতিনিয়তই খুঁজে ফিরে যেন একটি প্রহরে আসা
ভালোবাসা তাই আমার বলয় তোমার প্রহরে ভাসা।