ভালোবাসার রঙ-কাহিনী

ভালোবাসায় ফতুর হলে আমির হওয়ার
ঠিক তহবিল খুঁজে নেবো
ভালোবাসায় অমর হবো
ভালো এবার বাসতে বাসতে ফতুর হবো
পথে বসবো পথের আমির
ভালোবেসে আমির হবো
ভিক্ষা-পাত্র থাকবে এবার তোমার নামে
দান-দক্ষিণা যা কিছু পাই
ভালোবাসার মাজার হবে, মন্ত্র দেবো
তোমার নামে যতো মুরিদ
আমি তাদের পীর কিংবা যাজক হবো
শিন্নি মানত পড়বে শুধু তোমার নামে
আমার ডেরায়
এসব থেকে ছিটে-ফোঁটা গ্রহণ করে
পৌঁছবে তোমার ভালোবাসার নসিয়তে
তখন তারা, হয়তো তখন
ভালোবাসার অমর পদ্যে কেচ্ছা-কদর
বাড়বে প্রতি জনে জনে
ভালোবাসার আমির ফকির নিয়ে তখন
কবির গানে ভেসে যাবে
ভালোবাসার আমির থেকে ফকির হওয়ার
রঙ-কাহিনী শুরু হবে
আমি তো এক ভালোবাসার আমির ফকির
তোমার কাছে পৌঁছতে হলে শূন্য হাতে
পৌঁছে যাবো
আমির হয়ে ভালোবাসার চরণ ছোঁবো।