ব্ল্যাকবোর্ড

স্মরণযোগ্যতার ইতিহাস হ্রাস পেতে পেতে
চোখের সামনে এলো শূন্যতার ব্ল্যাকবোর্ড
ধূসর বিবর্ণ এক ব্ল্যাকবোর্ড
গল্পের চকখড়িতেও এখানে
ভেসে উঠতে দেয় না শিক্ষা
গালে হাত দিয়ে বসে থাকা বর্ণ-শিশুরা
শুধু জানতে চায়
আমাদের বীরগাথা, মুজিবনগর কাহিনী।

কে যেন অদৃশ্য ডাস্টার হাতে
আমাদের সব বীরগাথা মুছে দিয়ে যায়?
আগামীর শিশুরা শুধু বসে থাকে
চিবুকে দু’হাত রেখে
চোখের সামনে নিয়ে এক বিবর্ণ ব্ল্যাকবোর্ড।