বর্ষার কৌতূহল

নারীর বৃষ্টি-ভেজা দেহ আনে বর্ষার কৌতূহল
যে শরীরে বৃষ্টি নামে ধুয়ে দেয় অপার দ্রাঘিমা
তাতে আমি বাম্পায়িত মেঘ যেন আসি নেমে
বর্ষা-রূপা নদী ও নারীর বঙ্কিম মোহনায়।

বর্ষাকে যেভাবেই দেখো না কেন তুমি
আমাকেও পারে চির কৌমার্য হরণে
নিত্যরত ছুটে যাওয়া প্রবল তৃষ্ণার কাছে
আমিও হারাবো আজ তাপ-সিক্ত ঋতুর খেয়ালে।

বর্ষামুখর দিন দেখে তুমিও যে ঋতুমতী
দাঁড়িয়েছে নিঃসঙ্গ জানালার ধারে একা
তবু তুমি একা নও শরীরে নিশ্ৰুপ জলের ধারা
ফিরে পাবে অনিকেত কাম-মীন স্বপ্নের জালে।

বর্ষার আহ্নত পয়ার দেখে যারা
নারীর শরীরে আনে বৃষ্টি-ভেজা পর্ভুক্তির ডাক
সবুজের পাণ্ডুলিপি খোঁজে চোখের কাজল
তাকেই জেনেছি আমি নারী ও নদী, ফলনের ফল্গুধারা।