ব্রাত্যজনের প্রেম

কোনো পাপ ছোঁবে না তোমাকে
শুধু ভালোবাসা ছোঁবে
ভালোবাসা কুড়িয়ে দেবে ব্রাত্যজন
যুগ যুগ ধরে এ মাটির নামে।

তুমি পুণ্যতীর্থা আমার রাধিকা
প্রেম-ফসলের অগ্নিনীল আরাধনার সাক্ষী
এবার আমিই দেবো
তোমার নামে
আমিই হবো ভালোবাসার একমাত্র পাপী
যে কোনো দণ্ডই আজ মাথা পেতে নেবো
খরা, রৌদ্র-তাপ, অনাবৃষ্টি
এবার তোমার নামে দেবো বলি নিজেকে
পুণ্যবতী হবে মাটি, ভাগ্যবতী হবে সবুজ
এভাবে ভালোবাসার আত্মদানে
পুনর্বার হবে তুমি বিজয়িনী।

তুমি পাপী নও আমার রক্তের ফোঁটায়
ভালোবাসার অশ্রুসিক্ত নক্সীকাঁথায়।