বৃত্ত-প্রেম

তোমায় নিয়ে বৃত্ত আমার
মধ্যবিত্ত তৃষ্ণা খোঁজে
তোমার রূপে আবর্তিত
সকল জল-ধারার মাঝে
হয় উজানে

নয়তো জোয়ার ছুটছে কেমন
উপাসনার সব উপাদান
তোমায় ঘিরে
অখণ্ড এক বৃত্ত সাজায়
তৃষ্ণা আমার
হয় উপোসী চিরকালের
প্রেমের থালায় অশ্রু আপন
হয় গোবিন্দ নয় গোবিন্দ
তোমার নামের নামাবলি
জপতে জপতে বৃত্ত পথে বৃত্ত-রেখা
হয় ডিঙানো নয় ডিঙানো
তোমার পায়ের চরণ ছুঁয়ে
বৃত্ত আমার ছন্দ পয়ার
বিত্তহীন ইচ্ছে গড়ার
বৃত্ত আমার হয় রূপসী
নয় রূপসী এমনতরো
অধীন বৃত্তে আর কখনো
কিন্তু আমার বৃত্ত যতোই
ভালোবাসার চক-খড়ি হায়
তুবও তোমার অবৃত্ত-প্রেম বৃত্তে
আমার স্বপ্ন দেখায়।