দাঁত

[পরাশক্তি অবরোধ করে, তাই এগিয়ে যাই]

দাঁত চলে গেছে পেটে
দাঁত কি খাবে?
আমিই খেয়েছি দাঁতকে?

দাঁতাল মানুষ
আর পশুদের কাছে একি? দেখি
সুবর্ণ দাত হাসিতে ভোলায়
রক্তের নোনা গন্ধ ঝোলায়
পৃথিবীর সব দাঁতাল জানে
জোর কত তার
অবাক হওয়ার মতোই
শিশু-দাঁত তাই
বুড়ো দাঁতদের হাজারো সালাম জানায়।

প্রবীণ দাঁতাল ময়াল ভীষণ
জাতিসংঘের দাঁত-সাঁকোতে বসে
গিলছে এ কোন দাঁতের ভগ্নদেশ
শান্তি-খুঁটির আর একটি নাম দাঁত
নড়বড়ে দেহে কামড় বসাতে চায়।

তাই দাঁতাল বিশ্বে
দাঁত চলে যাক পেটে
আমরা না হয় গিলেই ফেলি
সহচর সব দাঁতকে।