দেহ-তীর্থের করাঞ্জলি

স্পর্শে না এলে জড়ুল হয় না প্রকাশ
নিম্ন-তটের জড়ল জন্মের শাশ্বত চিহ্নের ফুল
তোমার জড়ুলে গোলাপ না পদ্ম ফুটে আছে
ঘ্রাণে কি অঘ্রাণে তোমার শরীরে নামে
ঋতু অগ্রহায়ণ
এখনো পাইনি তার আগমনী সংকীর্তন।

শরীরের কোনখানে জড়ুল-যামিনী ফেলে আলো
তার তিন ভাগ যদি পেতাম আমি
তোমার তিলোত্তমা শরীর জরিপের ছলে
তবে তোমার এ দেহ-তীর্থে করাঞ্জলি দিতাম
প্রাণ খুলে হতাম এক তুষ্ট-পুণ্যবান।

তোমার এ দেহ-স্নানে
আমিও এবার লাঙ্গলবন্দ যাত্রী
শুধু একবার বলে দাও পুণ্যবতী
এ পাপীর জৈবিক তৃষ্ণার নদী তুমি
আর দেখাও জন্ম-জড়ুল ফুল
বলো ঠিক এইখানে, তোমার সনাক্তকরণ।