দিন-রাত্রির চাদর এবং চাকা

রাত আর দিন একই অনুভূতিতে থাকে না
দিনের অনুভূতি একটি চাকা
রাতের অনুভূতি একটি চাদর
তোমাকে ছাড়া সাতটি দিনের অনুভূতি
না সাতটি রাতের অনুভূতি
ভালোবাসার মুখে বলে তোমাকে ছাড়া
একটি দিনও
রাত বড়ো একা, রাতের কথা কেউ তা বলে না

তোমাকে ছাড়া সাতটি দিনের অনুভূতি
না সাতটি রাতের অনুভূতি ছুটে এলো
এ নিয়ে চাকা চাদরের ওপর উঠে গেলো
চাদর চাকাকে জড়িয়ে ধরলো।

তোমাকে ছাড়া আমার দিন-রাত্রির অনুভূতি
এভাবে একটি যুদ্ধের ময়দানে
নিয়তই খণ্ড-শিলা ঠেলে ব্যারিকেড ভাঙে
আর চাকা এবং চাদর সাতটি দিনের জন্যে
সাতটি রাতের জন্যে অপেক্ষায় থাকে।