দ্বৈরথ

গলায় বিশাল পাথর বেঁধে
পড়েছি এবার জলে
ভাসার বাহন কোথায় পাবো
ডুবেছি প্রেমের কলে।

ভিন ডোবাতে সাঙ্গ হবে
তোমার অমর খেলা
প্রেমের মরা ডোবে না জলে
এই অপবাদ মেলা।

অতল তলে প্রেমের মরা
শ্যাওলা-শাবক হয়ে
পরজনমে হইও কৃষ্ণ
তার পায়েলের লয়ে।

গলায় আমার পাথর ঝোলে
মনে এ-কার দ্বৈত-হাসি
এই বরাদ্দ তোমার দয়া
আর বাকি সব বাসি।