ঘর

ঘরটি দেখে পিছিয়ে যায় মানুষ

তবুও কেমন ঘরটি আমার জীর্ণ-শীর্ণ, অবতীর্ণ
রয়েছে আমার প্রেমে
এরই মধ্যে চার খুঁটির এই জীবন-খাটের
একটি গেছে ভেঙে
কীট-পতঙ্গ এবং অনেক অনিষ্টকর প্রাণীর
গ্রন্থে রেখে তাদের কূট-চাল
কাটছে বসে খিলান দিয়ে দাঁত!
ঘরটি আমার এমনতরো ঘর,
শরীরে যার পরদেশী কাপড়!