হাতের মুঠোয় চোখ

তোমার দিকে
ঘুরলে যতো লোক
নিখুঁত খাদে
হাতের মুঠোয় চোখ!
মন ধাঁধানো
না চোখ ধাঁধানো
তোমার অহংকার
এক বয়সে তোমায় দেখি
অন্য বয়স
করে হাহাকার!
রূপ-যৌবন
ছুঁতে তোমার
কোন ঋতু যে কাছের
পরাগ রেণুর প্রজাপতি
তোমার চলন মাছের।

তোমার দিকে
ঘুরলে যতো লোক
নিখুঁত খাদে
হাতের মুঠোয় চোখ।