হেমন্তের পোস্টমর্টেম

যে হেমন্ত খুন হয়েছে
কবির হাতে
আজকে তার পোস্টমর্টেম।

যে হেমন্ত আজকে আর
গান গায় না
সুর তোলে না ঝর্নাধারায়
আজকে তার পোস্টমর্টেম।

যে হেমন্ত থাকতো বসে
গাছের পাতায়
নদীর তীরে উদার মাঠে
আজকে তার পোস্টমর্টেম।

যে হেমন্ত উদাস চোখে
আঁকতো এক কবির ভাষা
আজকে সে
খুন হয়েছে কবির খাতায়।