ঝর্না

পাহাড়ের চোখ বেয়ে
পানি ঝরছিলো
তুমি দেখতে পাওনি
পাহাড় মৃদু কাঁদছিলো কেন?

আরো জোরে কান্না এলে
সে ঝর্নাকে পেতে।