জন্মের আলো

যে আলোর বিচ্ছুরণে তোমার জন্ম
তার আগে কিংবা পরে
সূর্যোদয়ে কিংবা সূর্যাস্তে
আমি জন্ম নিয়েছিলাম খণ্ডিত দেহ-পল্লবে
তখন অলৌকিক প্রত্যয়ে তোমার আলো
পড়েছিলো আমার যুগ-যুগান্তরের
নিবিড় এ দেহ-খণ্ডে
সেই থেকে এক ধরনের পরিপূর্ণ আলোর উষ্ণতায়
আমার দেহ-মন বেড়ে উঠতে থাকে
আমি ভালোবাসতে থাকি পৃথিবীর রূপ,
রঙ, রস ও তোমাকে।

যে আলোর বিচ্ছুরণে তোমার জন্ম
তার আগে কিংবা পরে
আমার কোনো প্রকৃত ভালোবাসা ছিলো না
সঠিক কোনো নির্ণয়
অপ্রাকৃত যন্ত্রণায় আমার দেহ-মন বিচ্ছিন্ন ছিলো
তোমার জন্মের সাথে সাথে ওরা এক হলো
পৃথিবীতে নেমে এলো আর একটি বীজ-উদ্গম সেতু
ফিরে এলো আমার জীবনে এবং
বেঁচে থাকার প্রথম শর্ত;
You love, so I live.