যুদ্ধে গুরুদাসী

গুরুদাসীর ভিটে-মাটি কোথায় গেলো মাসি
মুক্তিযুদ্ধের নীল-সনদে পাগলী গুরুদাসী
সনদ পেলো ভুল-যোদ্ধারা
সনদ পেলো দ্রোহী
সম্ভ্রমহারা গুরুদাসীর জীবন-সনদ ত্রাহী
ভিটে ছিলো মাটিও ছিলো
পতি-পুত্রের দ্বারে
এখন সেতো নিছক গল্প যুদ্ধে-হত পারে।

গুরুদাসীর চোখে কান্না কাজল ছাড়াই আঁকা
স্বাধীনতার কথায় বিষম
আঁৎকে ওঠেন
তাকান কেমন বাঁকা।

পতাকাটি চোখের তারায় ধরেই কাঁদেন দাসী
মুক্তিযুদ্ধ-সম্মিলনে
প্রবেশপত্র,
নেই যে তার মাসি
-সে যে শুধুই গুরুদাসী।

[৮ জুলাই, ২০০০ খুলনা সার্কিট হাউস ময়দানে মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে স্বামী, সন্তান ও সন্ত্রম হারানো গুরুদাসী নামে এক কথিত পাগলীকে ঢুকতে দেয়া হয় নি। শুধু বাইরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের কাহিনী ও কান্নার জলে আবার ভেসেছিলেন।- ৮ জুলাই জনকণ্ঠ। তাঁর সেই কান্নার প্রতি শ্রদ্ধা।]