যুদ্ধক্ষেত্রে একটি কবিতা

যুদ্ধক্ষেত্রে একটি কবিতাকে আমি
শত্রুর বাঙ্কার থেকে উদ্ধার করেছিলাম
রক্তাক্ত কবিতাটি জয়বাংলা জয়বাংলা বলে
একটি তীক্ষ্ণ শরের মধ্য দিয়ে
অনবরত শক্রদের তাড়িয়ে যাচ্ছিলো

তার মুখ থেকে নির্গত হচ্ছিলো
গর্জমান সামুদ্রিক ফেনাপুঞ্জ
চোখ থেকে রক্ত-বর্ষণের মতো
এক ভয়াবহ তাণ্ডব
দেহ থেকে বেয়নেটের ফালিগুলো যেন
তরমুজ ঋতুর একান্ত আহ্বান
হাত থেকে রাইফেলের উদাত্ত গর্জন
আর বিজয়ী পতাকার কাঁপন
রক্তাক্ত দেহে কবিতাটি তখনও বলে চলেছে
জয়বাংলা, জয়বাংলা