কালা-সাবান

‘মেঘ কালো আঁধার কালো’
অমবস্যার চাদ কইলো
ডুবলো কি তার চাঁদ-কপাল
কালো মেঘের পেঁজা-বাসন
চায় যে কালা-সাবান!

কালা-সাবান, কালা-সাবান
হাঁক-ডাকেতে ঘোরে
কালো মেয়ের কালা-সাবান
বাসনে সুখ খোঁজে।

কালা-সাবান নয়তো কালা
লুকিয়ে ফেরা চাঁদ
নগরবাসীর সভ্যতাতে
স্বচ্ছতারই দান।

কিন্তু এমন কপাল যার
নিজের বাসন অন্ধকার
স্বচ্ছতাকে ফেরী করে
অন্ধকারের প্রাণ।