খনা-কে

বঙ্গনারী খনা-খঞ্জনা
দিব্যি এবার শস্য বুন না
মাটি আমার রক্ত-তৃষ্ণা
রক্ত-খরা চাটে
ফলন বাণী বৃথাই কাঙাল
বারুদ-লিপির মাঠে।

মাঠ যে আমার খুলির ঢেলা
কালো বুটের পায়ে
তোমার বচন বাষ্প বৃথাই
সত্য মরে ঘায়ে।

সত্যের মা কখন গেলো
শস্য বোনার নামে
কখন তারও রক্ত খেলো
কোন শাসনের বলে?
মাঠ খেলো কি শাসন খেলো
রক্ত-সূধা মা’র
মাটি আমার রক্তগঙ্গা
গঙ্গা গঙ্গা- হরগঙ্গা
একনায়কের নাম।