কবির বুক ও পিঠ

মাটির সঙ্গে পিঠ লাগালেন কবি
দৃষ্টি গেলো দৃশ্য ফুঁড়ে
ভাবনা এলো আকাশ জুড়ে
একি তৃষ্ণা একি তৃষ্ণা কবি?
ঊর্ধ্বমুখে কবির আশা
একি তৃষ্ণা একি তৃষ্ণা কবি?

মাটির সঙ্গে বুক লাগালেন কবি
চিন্তার বীজ বুনন পেলো
শস্যের ডাক ঘরে ফিরলো
একি তৃষ্ণা একি তৃষ্ণা কবি?
উৎসমুখে কবির ভাষা
একি তৃষ্ণা একি তৃষ্ণা কবি?