কবির বালাম

কি করে চতুর হই বলো- কালো কাক, কবি?
চোখ বুঁজে আমিও খুঁজেছি শতো বর্জ্যের গ্লানি
শতো শব্দমালার যতো ব্যর্থ সম্পদ
একাকিত্বের ঝড়ো হাওয়ায় ও-সবই উড়ে যাবে একদিন
শব্দ-আলপনার ব্যর্থতায় বার বার ফুটবে গোবরে পদ্মফুল
আর জঞ্জাল লেগে থাকবে জীবনের ঘোর অন্ধকারে-
বন্ধুহীন খ্যাতি অর্জনে আলোর বিপত্তি।

কি করে সমর্থন দিই তোমাদের যাচিত সাফল্যের ডাঙায়?
আরোপিত কণ্ঠে যখন স্পর্ধা শুনিয়ে যাও চারদিক
-আমিই হবো এই শতাব্দীর সমৃদ্ধ ডাঙাচর
তখন আরো গুটিপোকা, গুটিসুটি
তোমাদের দুনিয়ার বাইরে একা
থাকি নির্জন, নিঃসঙ্গ যাপনে।

আয়োজনের সামর্থ্য নেই স্বপ্নের বালামে
আমার খ্যাতি কুড়ানোর বিবিধ রঙ-তুলির চতুরতা
শুধু এই জানি ভিত্তিহীন মানুষের নিমিত্তে সমর্থন
মিথ্যাকে সত্যে আশ্রিত করার সমান্তরাল
এই ব্যর্থতা বন্ধুহীন করেছে আমাকে নিয়তই
মিথ্যা-প্রেমিকের ভণ্ডামিকে করেছি ঘৃণা
মৌনতাকে নিইনি নিজ গ্রাহ্যের প্রলাপে
কেবল শুদ্ধ-সত্যের কাছে নিজেকে খাপ খাওয়ানোর মন্ত্র জপে
বার বার হয়ে গেছি বন্ধুহীন, সুনামহীন
বে-পদমর্যাদার এক নিরাসক্ত কবি।