কবিতা অঙ্গরাজ্য গড়ে

এখনো আমাকে নিয়ে কবিতা হলো না
এই খোলাখুলি দম্ভ প্রদর্শনে
যদি তুমি সিদ্ধ হও,
তবে তোমাকেই শব্দের সাহসী প্রতীক
এবং বিষয়ের প্রকৃত ছন্দকলা
বলা যেতে পারে।
কবিতা বিষয় চায়,
বিষয় কি শুধুই মুক্ত চোখের সাদৃশ্য?
তোমাকেই দেখে যার
নির্মাণ কাঙ্ক্ষা হয়, কবিতা অঙ্গরাজ্য গড়ে
পাহাড়স্পর্শী সানুদেশ থেকে নদীর
নোনা নাভির স্রোত
নিতম্বের বাঁক ছুঁয়ে গোড়ালিতে নেমে আসা
উদাস চুলের পান্‌সি
উন্মুক্ত বক্ষের বেদীতে বসা
কালো তিলের চুম্বন-শিলা
এক জোড়া অপেক্ষার কাছাকাছি
দু’টো সবুজ ঠোঁটের আল
কোমর কলসীর কাঁখে তৃষ্ণা-ভরা
সাবলীল বিছা
এইসব বিস্তৃত কারুকাজ, ধারণ-উন্মুখ
বহির্দৃশ্য তোমার
আমার কবিতার উপাদেয় কি-না
কি করে তা বলি-
তোমাকেই নিয়ে আজ আমার কবিতা হবে?