কষ্টের পরিবার

তোমার কর্মের নিচ্ছিদ্র পাল্লা
যখনই আমি হালকা করতে চাই
বলে ওঠো
অনেক কষ্ট দিচ্ছি আপনাকে
এ তোমার কেমন বিনয়?
যে কষ্ট পেতে চায়
তাকে তুমি কেমন করে কষ্ট দেবে?
যার কষ্টের শেষ নেই
যে এসেছে কষ্ট বহনে
যে এসেছে কষ্ট গ্রহণে
তাকে তুমি কি করে কষ্ট দেবে?
কষ্ট-বহনকারীর কাঁধে তুমি
অলক্ষে তুমি
দিবালোকে তুমি
রজনীতে তুমি
যার কষ্টের নাম তুমি
তাকে তুমি কি করে কষ্ট দেবে?
সহজ পথে আমার প্রেম নেই
কষ্টার্জিতও আসেনি কখনো
শুধু আসে কষ্টের রূপে
কষ্টের বোন
কষ্টের ভাবী
কষ্টের স্ত্রী
কষ্টের মা
এ যেন আমার কষ্টের পরিবার।