লালনের লাঠি

রবীন্দ্রনাথ একবার একটি লাঠি পেয়েছিলেন
তাঁর বৈঠকখানায়
লাঠিটি দৈর্ঘ্যে রবীন্দ্রনাথের থেকে ছোট ছিলো
কিন্তু তার বিস্ময়কর নির্মাণের শিল্প-শৈলী দেখে
তিনি তা হাতে তুলে নিয়েছিলেন
এবং জানতে পেরেছিলেন হাতে তাঁর লালনের লাঠি।

রবীন্দ্রনাথ লালনকে লাঠিটি
ফিরিয়ে দিয়েছিলেন কিনা জানি না
তবে তার নির্মাণ রহস্য নিয়ে রবীন্দ্রনাথ
বার বার ভেবেছিলেন
অদেখা আর দেখা লালনের সান্নিধ্যে।

লালনের মরমী লাঠিটি
সম্প্রতি কুষ্টিয়াই নতুন সাজে সেজেছে
লালন আখড়ার আধুনিক এক কন্ট্রাক্টরের হাতে
লাঠিটিকে পরানো হচ্ছে স্যুট, টাই, বুট
আপনারা হয়তো কেউ আর চিনবেন না তাকে
লালনকারীদের মাঝে সে এক অদ্ভুত লালন।