লোকটি

জীবদ্দশায় অনেক কিছু লুকানো আছে
মৃত্যু হলে হয়তো সবাই বলবে পাছে
লোকটি দেখো জীবনবাদী হতে গিয়ে
মৃত্যুকে তাই স্বেচ্ছাশ্রমে তুললো নিয়ে
বলবে আবার জীবন নিয়ে কাব্য করতো
নিছক বয়ান এসব নিয়ে ভান ধরতো
ঢেকে রাখতো অনেক কিছুই নিজের কাছে
আশার ফলটি দূরেই থাকতো দূরের গাছে
প্রেমকে নিয়ে নিজের সঙ্গে আপন মনে
রঙ মাখতো খেলতো নিজে হৃদয় পণে
শৃঙ্খলাতে অবিশ্বাসী লোকটি যেমন
দায়দেনাতে জীবনবাজী করতো কেমন
ছাদের নিচে যদিও ছিলো নিজের ছায়া
তবুও তার ঘর ছিলো না আপন কায়া
লোকটি দেখো কেমন করে দিন কাটালো
নিজের সঙ্গে নিজেই একা খিল আটালো?