মধ্যবিত্তের চাঁদ- দুই

অপরিচ্ছন্ন আকাশী-কাপড় জুড়ে
মধ্যবিত্তের বাঙলা-সাবানের ফেনা
আমাদের জীবনযাত্রার ঘাটে
কখনো চাদের গোল্লা হ’য়ে
কখনো স্বপ্নের বল হ’য়ে
গলতে গলতে জ্যোৎস্না-তরল
বাস্তবের পরিচ্ছদে ফেলে দ্যুতি।

কখনো আবার নিজস্ব ক্ষয়ের মাঝে
জেগে ওঠে কদর্যের অস্তিত্ব গিলে
কালো মেঘের আড়ালে রেখে অনুপম মুখ
আবার কখনো বমন রীতিতে আনে নদী
আমাদের পোশাকী পরিচ্ছন্নতায়
মধ্যবিত্তের প্রেমিক-জ্যোৎস্নায়।

এভাবে মধ্যবিত্তের বাঙলা-সাবানের চাঁদ
ক্রমশ জেগে ওঠে
আমাদের পরিচ্ছন্নতার আকাশী কাপড় হ’য়ে
মধ্যবিত্তের সুষমার ভিন্ন এক রূপে।