মধ্যবিত্তের চাঁদ- এক

মধ্যবিত্তের বাঙলা-সাবানের মতো
মধ্যরাতে চাঁদ যেন
আমাদের পোশাকী-জ্যোৎস্না হয়ে
নেমে আসে ঘাটে
দীপ্তির পুকুরে তার জ্যোৎস্না-ফেনার মেঘ
স্বপ্ন-শিশুর বল
যেন খল খল ক্ষয়ে যায় মধ্যবিত্ত
টানাপোড়েনের মাঠে।

এভাবে মধ্যবিত্তের চাঁদ বাঙলা-সাবান হয়
বাঙলা-সাবানের গোল্লা হয়
অপরিচ্ছন্ন আকাশের গায়ে।