নেপোলিয়ানের হস্তরেখা

আমার করতলে এ-বিজয় ব্যর্থতার রেখা
আজ আমি ছিন্ন-ভিন্ন করে দেবো
এসব ক্ষত-বিক্ষত রেখার সমতলে বসে আছে
অশুভ শনির শেয়াল আর হায়নার দল
এদের বিচ্ছিন্ন শরীরে আমার কফ-থুতু
এবং বর্জ্যের ব্যবহার দিয়ে ওদের হটিয়ে দেবো
ভাগ্যকে নিয়ে যাবো অন্য এক রেখার গন্তব্যে
যেখানে অনুকূলে কুলকুল প্রবাহিত হবে আমার কর্ণফুলী
সবাক সুজন মাঝির দাঁড়টানা দু’বাহুর ভাটিয়ালি
শস্যতুরা কৃষক-প্রাণের নবান্ন-গান।

আমার হস্তরেখা আমি নিজেই নির্মাণ করবো এবার
নেপোলিয়ানের বিজয়-সূচিত একাগ্রতায়
কর্মের শাশ্বত সত্যের ইতিহাসে
মানব-কল্যাণের চিরভাস্বর পৃথিবীর রূপে
আমার দেশ ও মানুষের বিজয় উদ্ধারের অদম্য ইচ্ছায়
আমি বারবার আমার ব্যর্থ হস্তরেখাগুলো
খণ্ড-বিখণ্ড করবো, রক্তাক্ত করবো আনন্দ ও বেদনায়
ফিরিয়ে নেবো আমার ১৬ই ডিসেম্বর। এবং
নতুন রেখায় জন্ম দেবো আমার স্বদেশ, নবপ্রাণে
প্রেমময় আর একটি একাত্তরের বিজয়গাথায়।