ওমা ওম বৃষ্টি বৃষ্টি

ওমা ওম বৃষ্টি বৃষ্টি
তুমি ঘরে আছো নাকি?

ওমা ওম বৃষ্টি বৃষ্টি
তুমি ভালোবাসো নাকি?

কার জন্যে তুমি রেখেছে মন
ওমা ওম বৃষ্টি বৃষ্টি
আমার না বৃষ্টির ভ্রম?

বৃষ্টিতে ভিজবে নাকি
ওমা ওম বৃষ্টি বৃষ্টি!

বৃষ্টির ওম খোঁজে কারা,
বিবাগী না গৃহবাসী?
বৃষ্টি-ইলিশ না খিচুড়ির ওম
আমাদের লেপের নিচে থাকে যম
বৃষ্টিতে প্ৰেম-চোরা আমি যে অধম
ফোটায় একলা বসে বিষণ্ণ কদম
ওমা বৃষ্টি বৃষ্টি, ওমা ওম!